ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
রাজশাহীতে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে রিভারভিউ কালেক্টরেট স্কুল মাঠে ত্রাণের চাল বিতরণ করেছেন।

বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মেয়র পদ্মা নদীর তীরবর্তী এলাকার ২৮৫টি পরিবারের সদস্যদের প্রত্যেকের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করেন।

রাসিকের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমানের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।

 

এসময় রাসিকের ত্রাণ ও স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর শাহাদত আলী শাহু, শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর মো. নুরুজ্জামান, কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, কাউন্সিলর আয়েশা খাতুন, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।