বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মেয়র পদ্মা নদীর তীরবর্তী এলাকার ২৮৫টি পরিবারের সদস্যদের প্রত্যেকের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করেন।
রাসিকের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমানের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।
এসময় রাসিকের ত্রাণ ও স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর শাহাদত আলী শাহু, শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর মো. নুরুজ্জামান, কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, কাউন্সিলর আয়েশা খাতুন, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এসএস/আরবি/