বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ থেকে তাদের আটক করা হয়।
আটক দু'জন হলেন- ট্রাক চালক মহিবুল্লাহ (৩৫) ও হেলপার মুন্না (২৮)।
র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, আটক দু’জন সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। তারা হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে গাঁজা নিয়ে আসে। পরে গাঁজার চালানগুলো বিভিন্ন পণ্যবাহী পরিবহনে করে ঢাকাসহ সারাদেশে সরবরাহ করে আসছিল।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আটক মহিবুল্লাহ পেশায় একজন ট্রাক চালক। তিনি হবিগঞ্জ থেকে ট্রাকে পণ্য পরিবহনের আড়ালে মাদকবিক্রির সঙ্গে জড়িয়ে পড়েন। এর আগে ১০ থেকে ১৫টি মাদকের চালান ঢাকায় নিয়ে এসেছেন মহিবুল্লাহ। প্রতি চালানের জন্য তিনি ৪৫ হাজার টাকা পেতেন।
মুন্না চালক মহিবুল্লাহর সহযোগী। তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করার পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদকবিক্রির সঙ্গে জড়িত। এর আগে মুন্না আট থেকে ১০টি মাদকের চালান রাজধানীতে সরবরাহ করেছেন। এ জন্য চালান প্রতি ২০ হাজার টাকা পেতেন হেলপার মুন্না। গাঁজা বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান এএসপি কামরুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
পিএম/আরআইএস/