ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মিথ্যা তথ্য দিয়ে কর্ণফুলীতে ঢোকে দুই থাই জাহাজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
মিথ্যা তথ্য দিয়ে কর্ণফুলীতে ঢোকে দুই থাই জাহাজ

ঢাকা: বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করা দুই থাই জাহাজের ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সঙ্গে বৈঠক করেছেন থাই রাষ্ট্রদূত ফথং হামফ্রেস।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিমন্ত্রী থাই রাষ্ট্রদূতকে জানিয়েছেন, জাহাজ দু’টি মেরামতের নামে মিথ্যে তথ্য দিয়ে কর্ণফুলী নদীতে প্রবেশ করেছে।

এরআগে গত ২১ আগস্ট অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে থাই-জাহাজ ‘সি উইন্ড’ ও ‘সি ভিউ’। বর্তমানে জাহাজ দু’টি চট্টগ্রামের কন্টিনেন্টাল মেরিন ফিশারিজের জেটিতে অবস্থান করছে।

প্রতিমন্ত্রী থাই-ক্রুদের দ্বারা পরিচালিত মার্চেন্ট জাহাজ দু’টিকে ফিশিং জাহাজ বলে পরিচয় দিয়ে বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে প্রবেশের বিস্তারিত তথ্য রাষ্ট্রদূতকে অবহিত করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাহাজ দু’টি মেরামতের নামে মিথ্যে তথ্য দিয়ে কর্ণফুলী নদীতে প্রবেশের পর বর্তমানে জব্দ অবস্থায় চট্টগ্রামের কন্টিনেন্টাল মেরিন ফিশারিজের জেটিতে রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
 
এসময় থাই রাষ্ট্রদূত জাহাজের কাগজপত্রসহ ক্রুদের ব্যাপারে প্রকৃত ঘটনা জানতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে অবহিত করে বলেন, থাই ক্রুরা নিজেদের পরিচয় জানাতে কিংবা পাসপোর্ট প্রদর্শনে অস্বীকৃতি জানানোয় জাহাজসহ তাদের সম্পর্কে পরিষ্কার তথ্য এখনো জানা যাচ্ছে না। জাহাজ দু’টি নিবন্ধন করা প্রকৃত নাম বদল করে ভুয়া নামে বাংলাদেশে ঢোকে। পোর্ট ক্লিয়ারেন্স অনুযায়ী ২৬ আগস্ট বাংলাদেশ ত্যাগ করে তাদের কম্বোডিয়ায় যাওয়ার কথা ছিল। তাই প্রকৃত ঘটনা উদ্ঘাটনে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি কাজ করছে, যার রিপোর্ট শিগগির পাওয়া যাবে।

থাই-রাষ্ট্রদূত ক্রুদের সঙ্গে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করলে প্রতিমন্ত্রী তাকে সর্বোতভাবে সহায়তার আশ্বাস দেন।
 
থাইল্যান্ড বন্ধুপ্রতীম দেশ হওয়ায় ক্রুদের এখনও আইনের আওতায় আনা হয়নি এবং তাদের ওপর কোনো রকম শারীরিক বা মানসিক চাপ প্রয়োগ করা হয়নি বলেও রাষ্ট্রদূতকে অবহিত করেন প্রতিমন্ত্রী।
 
বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং থাই দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।