ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

পেঁয়াজের মূল্যতালিকা না রাখায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
পেঁয়াজের মূল্যতালিকা না রাখায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পেঁয়াজের মূল্য তালিকা না রেখে বেশি দামে বিক্রি করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকাল থেকে দুপর ২টা পর্যন্ত উপজেলার ডাক বাংলা রোড, রেলওয়ে মার্কেট, পৌর মার্কেট ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

অভিযানকালে ডাক বাংলা রোডে অবস্থিত মেসার্স সামছু ভেরাইটিজ স্টোরকে পাঁচ হাজার টাকা, রেলওয়ে মার্কেটে অবস্থিত ভাই ভাই ট্রেডার্সকে সাত হাজার টাকা, মেসার্স আল্লার দান স্টোরকে সাত হাজার টাকা এবং পৌর মার্কেটে অবস্থিত মদিনা ভেরাইটিজ স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।


 
অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বাংলানিউজকে বলেন, পেঁয়াজের খুচরা এবং পাইকারি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রিতে বাধ্য করার লক্ষে অভিযান চালানো হয়। অভিযানে মূল্য তালিকা না রেখে পেঁয়াজের দাম বাড়িয়ে বিক্রি করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।