বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। ডিএনসিসির অঞ্চলের-৩ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এ অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানের সময় মহাখালী কমিউনিটি সেন্টারের সামনে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ পর্যটন করপোরেশন অফিস পর্যন্ত অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করা হয়। এতে ফুটপাত থেকে মোট ২০টি পাকা স্থাপনা এবং প্রায় ৫০টি সেমি পাকা ও কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়।
এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা করার অভিযোগে দু’টি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করে উচ্ছেদকারী দল।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এসএইচএস/ওএইচ/