বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরের কদমতলা স্টেশন রোডের পাইকারি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে তিন ব্যবসায়ীকে অধিক মুনাফা লাভের অপরাধে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান খান ও দেবাশীষ বসাক।
তারা জানান, খুলনা মহানগরে কঠোরভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। অভিযান পরিচালনার সময় ক্রেতা সাধারণ বাজার মনিটরিংয়ের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।
পেঁয়াজসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হাতের নাগালে রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
খুলনায় এর আগে বুধবার (২ অক্টোবর) খুলনায় পেঁয়াজের বাজারে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এমআরএম/এএ