বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল ব্রিজের নিচ থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পরপরই নবজাতকটিকে কেউ ফেলে রেখে চলে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এনটি