ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

পুলিশকে মারধরের অভিযোগে ইজিবাইক চালকের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
পুলিশকে মারধরের অভিযোগে ইজিবাইক চালকের বিরুদ্ধে মামলা

ঝালকাঠি: ঝালকাঠিতে এক ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে আল-আমিন (২৯) নামে এক ইজিবাইক চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঝালকাঠি ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. সামছুদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সদর থানায় মামলাটি দায়ের করেন।

জানা গেছে, ইজিবাইক চালক আল-আমিন ঘটনার পর থেকে পালাতক রয়েছেন।

তিনি ঝালকাঠির কেস্তাকাঠি আবাসন এলাকার আবদুল গণি মিয়ার ছেলে।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. সামছুদ্দিন বাংলানিউজকে জানান, ট্রাফিক পুলিশের সদস্য মো. আনিচুর রহমান বুধবার (২ অক্টোবর) রাতে শহরের সদর চৌমাথা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় ব্যস্ত সড়কের মধ্যে আল-আমিন তার ইজিবাইকটি পার্কিং করে যানজটের সৃষ্টি করে। ব্যস্ত সড়কে গাড়ি পার্কিংয়ের কারণ জানতে চাইলে আল-আমিনের সঙ্গে আনিচুর রহমানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আল-অমিন উত্তেজিত হয়ে আনিচুরকে মারধর করেন। পরে খবর পেয়ে ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা আনিচুরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান বলেন, ট্রাফিক পুলিশের সদস্যকে মারধরের অভিযোগে মামলা হয়েছে। আসামি আল-আমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলা‌দেশ সময়: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।