বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় নগরের গল্লামারী সংলগ্ন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর খুবির সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আনিকা মহানগরের ১৫ নম্বর গগণ বাবু রোডের মোল্লা আবু জাফরের মেয়ে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনির্ভাসিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের ছাত্রী ছিলেন।
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, খুবির সামনের সড়কে বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আনিকা নিহত হয়েছেন। মেয়েটি একটি বাইকের পেছনের সিটে বসেছিল। বাইক থেকে পড়ে গেলে পেছন থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, তার পরিবারের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এমআরএম/আরবি