ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ইয়াবা-ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
বগুড়ায় ইয়াবা-ফেনসিডিলসহ আটক ২

বগুড়া: বগুড়ায় পৃথক মাদকরিরোধী অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ও ৪৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়।

আটক দুই মাদককারবারি হলেন- সদর উপজেলার আটাপাড়ার গোলাম রসুল বাবলুর ছেলে উজ্জ্বল হোসেন (৩৫) ও শিবগঞ্জ উপজেলার পঞ্চদাশ ভোলা গ্রামের আমজাদ হোসেন সরদারের ছেলে আবু তাহের (২৫)।

   

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আটাপাড়া ও পঞ্চদাশ ভোলা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ও ৪৫ পিস ফেনসিডিলসহ ওই দুই মাদককারবারিকে আটক করা হয়।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
কেইউএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।