বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়।
আটক দুই মাদককারবারি হলেন- সদর উপজেলার আটাপাড়ার গোলাম রসুল বাবলুর ছেলে উজ্জ্বল হোসেন (৩৫) ও শিবগঞ্জ উপজেলার পঞ্চদাশ ভোলা গ্রামের আমজাদ হোসেন সরদারের ছেলে আবু তাহের (২৫)।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আটাপাড়া ও পঞ্চদাশ ভোলা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ও ৪৫ পিস ফেনসিডিলসহ ওই দুই মাদককারবারিকে আটক করা হয়।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
কেইউএ/আরবি/