বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় দিনাজপুর-সেতাবগঞ্জ সড়কের বিরল উপজেলার বাজনাহার ঝাঙ্গারপাড়া এ দুর্ঘটনা ঘটে।
গমেশ মুর্মু বিরল উপজেলার ভ্যালদিঘি গ্রামের সেলান মুর্মুর ছেলে।
আটক দীনেশ রায় একই উপজেলার মঙ্গলপুর শহর গ্রামের থেলথেলি রায়ের ছেলে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বাংলানিউজকে জানান, এ ঘটনায় বিরল থানায় ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এনটি