ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে আট প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
সিলেটে আট প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা

সিলেট: সিলেটে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের অস্থিরতা ঠেকাতে অভিযান চালিয়ে আট প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে নগরের আম্বরখানা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ও মাহবুবুর রহমান পৃথক অভিযান চালিয়ে ব্যবসায়ীদের এ জরিমানা করেন।

অভিযানে পেঁয়াজসহ অন্যান্য দ্রব্যের তালিকা না রাখায় রিফাত অ্যান্ড কোংকে ৩০ হাজার, ইকরাম ব্রাদার্স, রানী ও সোনালী স্টোরকে ৫ হাজার করে মোট ১৫ হাজার এবং মোহন স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


 
অভিযানে অংশ নেওয়া সিলেটের কৃষি বিপণন অধিদফতরের মার্কেটিং কর্মকর্তা মোরশেদ কাদের বাংলানিউজকে বলেন, অপর আরেকটি অভিযানে পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের দাম বেশি রাখায় তিন দোকানিকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আর বলেন, নির্দিষ্ট কোনো পণ্যের ওপর অভিযান চালানো হয়নি। তবে পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের দাম বেশি রাখায় এ জরিমানা আদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।