বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রাত ১১টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনায় ঘটে।
নিহত পার্থ কুমার দাস উপজেলার করুনানগর এলাকার বাসিন্দা ডালিম কুমার দাসের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে লক্ষ্মীপুরগামী মাছবাহী একটি দ্রুতগতির পিকআপ বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. সোলাইমান এ তথ্য জানান। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে
পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এসআর/এমএ