বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক চোরাকারবারীর নাম মো. আলম (২২)।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে চোরাকারবারী আলমকে আটক করা হয়। এরপর তার দেহে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি জানান, উদ্ধার স্বর্ণের বারের ওজন প্রায় ১ কেজি (৯৯৩ গ্রাম)। যার বাজার মূল্য ৪০ লাখ ৮০ হাজার টাকা।
আটক চোরাকারবারীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এমএ/