শুক্রবার (০৪ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান বাংলানিউজকে জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের আউটারে আসার পর দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙে একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটির উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল শুরু হবে।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এনটি