ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ শুরু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ শুরু হয়েছে।

শুক্রবার (০৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

>>>আরও পড়ুন...ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মো. খলিলুর রহমান বাংলানিউজকে জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার সময় সকাল সোয়া ৭টার দিকে ট্রেনটির একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার পর থেকে উদ্ধার কাজের জন্য চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার কাজ শেষে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।