শুক্রবার (০৪ অক্টোবর) বেলা ১১টার দিকে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শফিকুর রহমান শফিক বাংলানিউজকে বিষয়টি জানান।
বরখাস্তরা হলেন- উত্তরবঙ্গ মেইল ট্রেনের লোকো মাস্টার সামছুজ্জোহা ও সহকারী লোকো মাস্টার শাহিন রেজা আরিফ।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শফিকুর রহমান শফিক বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে কাউনিয়া রেলওয়ে স্টেশনে উত্তরবঙ্গ মেইল ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় ইঞ্জিনের সঙ্গে দুই বগির জোরে ধাক্কা লাগে। এতে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বোয়িরা গ্রামের আমিনুল ইসলামের ছেলে আপেল মামুদ (২০) নামে এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন অনেকেই।
এ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে রাজশাহী পশ্চিম অঞ্চলে ৫ সদস্যের একটি ও লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের পাঁচ সদস্য বিশিষ্ট অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে দুই বিভাগের দুইজন রেলওয়ে প্রকৌশলীকে। পৃথক দুই তদন্ত কমিটি তদন্ত কাজ শুরু করেছেন।
এদিকে, নিহত যাত্রী আপেল মামুদের মরদেহ বৃহস্পতিবার রাতেই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় মরদেহ দাফনের জন্য লালমনিরহাট রেল ভবনের কর্মকর্তারা নিজেস্ব তহবিল থেকে ২৫ হাজার টাকা এবং কাউনিয়া উপজেলা প্রশাসন ২০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেন।
নিহতের পরিবারের খোঁজ নিতে রোববার (০৬ অক্টোবর) তাদের বাড়িতে যাওয়ার কথা রয়েছে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এনটি