শুক্রবার (০৪ অক্টোবর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রিজু মাতুব্বর উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আলাউদ্দীন মাতুব্বরের ছেলে।
স্থানীয়রা জানায়, রিজু বাড়ির অদূরে মাছ ধরতে যান। এ সময় স্থানীয় আচমত নামে এক ব্যক্তির মুরগির ফার্মের বিদ্যুতের তার পানিতে পড়ে থাকলে অসাবধানবশত রিজু হাতে স্পর্শ লাগে। এতে রিজু বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই সিদ্দিক মাতুব্বর বাংলানিউজকে বলেন, মাছ ধরার সময় পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রিজু।
শিবচর থানার পরিদর্শক (অপারেশন) আমির হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এনটি