ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে অস্ত্রসহ যুবক আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
সাভারে অস্ত্রসহ যুবক আটক

সাভার (ঢাকা): সাভার পৌর এলাকা থেকে পিস্তল ও ম্যাগজিনসহ নাজির হোসেন ওরফে ব্যারিস্টার (৩৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৪।

শুক্রবার (০৪ অক্টোবর) সকালে র‌্যাব-৪ এর উপ-পরিদর্শক (এসআই) কাউছার মাতুব্বর বাংলানিউজকে বিষয়টি জানান।

আটক ব্যারিস্টার হোসেন সাভারের সোবহানবাগ এলাকার স্থায়ী বাসিন্দা।

সাভার মডেল থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

কাউছার মাতুব্বর জানায়, বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রাতে সাভারের ডগরমোড়া এলাকায় অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করছিলেন ব্যারিস্টার। সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ম্যাগজিনসহ পিস্তল পাওয়া যায়। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।