ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সত্যপ্রিয় মহাথেরের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
সত্যপ্রিয় মহাথেরের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক ওবায়দুল কাদের, ফাইল ফটো

ঢাকা: বৌদ্ধ ধর্মীয় গুরু রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (০৪ অক্টোবর) দেওয়া একটি শোকবার্তায় একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরের আত্মার সদগতি কামনা করেন তিনি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা অবু নাসের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

এর আগে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (০৩ আক্টোবর) দিবাগত মধ্যরাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সত্যপ্রিয় মহাথেরের প্রকৃত নাম বিধু ভূষণ বড়ুয়া। প্রবীণ এ বৌদ্ধ ধর্মীয় গুরু ২০১৫ সালে সমাজসেবায় একুশে পদক পান।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এসকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।