তারা হলেন গাজীপুরের শ্রীপুরের মো. নূরুর ছেলে মো. রাজ্জাক (৩৫) ও একই এলাকার আকাব্বর আলীর ছেলে আজিজুল হক (২৫)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর সকালে ওই দুই বোন একটি ফার্নিচারের দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হন।
এ ঘটনায় ধর্ষণের শিকার ছোট বোন বাদী হয়ে শনিবার (৫ অক্টোবর) শ্রীপুর থানায় মো. রাজ্জাক ও আজিজুল হককে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে, পুলিশ অভিযান চালিয়ে রোববার (৬ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করে।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেনন, অভিযোগের প্রেক্ষিতে মো. রাজ্জাক ও আজিজুল হককে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী ওই দুই বোনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার (৬ অক্টোবর) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
আরএস/একে