রোববার (৬ অক্টোবর) রাতে ফতুল্লার শিল্পাঞ্চল বিসিকের দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মিজান ঠাকুরগাঁও জেলার রাণীশংকর থানার দক্ষিণ হারিয়া গ্রামের হজরত আলীর ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বাংলানিউজকে বলেন, মিজানুর রহমান বিসিকের কোনো এক গার্মেন্টে চাকরি করেন ও সহকর্মীদের সঙ্গে মেসে থাকেন। পূর্বপরিচয় ধরে রাতে এক তরুণীকে গার্মেন্টে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেসে ডেকে আনেন তিনি। এরপর ধর্ষণের চেষ্টা চালালে চিৎকার করেন ওই তরুণী। এতে আশপাশের লোকজন এসে মিজানকে গণপিটুনি দিয়ে থানায় খবর দেয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
একে