সোমবার (৭ অক্টোবর) সকালে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান আলী এ তথ্য বাংলানিউজকে জানান।
রোববার (৬ অক্টোবর) দিনগত রাতে উপজেলার চর ফৈয়েজউদ্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আলাউদ্দিন মনপুরা বাজারে সার ও কীটনাশক ব্যবসায়ী এবং একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট ছিলেন বলে জানা গেছে।
ওসি ফোরকান আলী জানান, রোববার দিনগত রাতে মনপুরা বাজার থেকে বাড়ি ফিরছিলেন আলাউদ্দিন। পরে বাড়ির সামনে পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে তাকে হত্যার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। টের পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মনপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
এসআরএস