সোমবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই গ্রামের পল্লী চিকিৎসক তফিজ উদ্দিন বাংলানিউজকে বলেন, সকালে নাটোর-ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর, পাবনা চিনিকলের সামনের জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে বলেন,
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
এসআরএস