ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঢামেকে ফেলে যাওয়া নবজাতকের জায়গা হলো ছোটমনি নিবাসে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
ঢামেকে ফেলে যাওয়া নবজাতকের জায়গা হলো ছোটমনি নিবাসে ঢামেকে ফেলে যাওয়া নবজাতককে ছোটমনি নিবাসে হস্তান্তর। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ফেলে যাওয়া নবজাতককে রাজধানীর আজিমপুরের ছোটমনি নিবাসে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (৭ অক্টোবর) সকালে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে নবজাতকটিকে হস্তান্তর করা হয়। এ সময় নবজাতককে গ্রহণ করেন ছোটমনি নিবাসের তত্ত্বাবধায়ক জুবলী বেগম রানু।

 

জুবলী বলেন, নবজাতকটিকে দেখাশোনার সব দায়িত্ব এখন থেকে ছোটমনি নিবাসের। শিশুটিকে যদি কেউ দত্তক হিসেবে নিতে চায় তবে আদালতের মাধ্যমে নিতে হবে।  

নবজাতককে হস্তান্তরের পর ঢামেক হাসপাতালের পরিচালক নাসির উদ্দিন বলেন, নবজাতকটি এখন পুরোপুরি সুস্থ। পরবর্তীতে তার যেকোন শারীরিক সমস্যায় ফলোআপের জন্য হাসপাতালে নিয়ে আসার জন্য বলা হয়েছে।

ছোটমনি নিবাসে থাকা শিশুদের দেখাশোনার সব দায়িত্ব পালন করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর।  

এর আগে, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সিজারের মাধ্যমে ভূমিষ্ঠ হয় ওই মেয়ে নবজাতকটি। এরপর শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঢামেক হাসপাতালে নবজাতকটিকে ফেলে পালিয়ে যায় তার বাবা মা।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯ 
এজেডএস/কেএসডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।