সোমবার (৭ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলমগীর কবির এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত ওহিদ বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রামের লিয়াকত বিশ্বাসের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) স্বপন পাল জানান, ২০১৬ সালের ১৬ নভেম্বর বেলা ১১টার দিকে ওই শিশুকে প্রতিবেশী বিপ্লব মালীর ঘরে নিয়ে ধর্ষণ করে ওহিদ বিশ্বাস। শিশুটির চিৎকারে তার মা এগিয়ে গেলে ওহিদকে পালিয়ে যেতে দেখে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই শিশুটির মা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করলে রাতে ওহিদকে গ্রেফতার করে পুলিশ।
মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সোমবার এ রায় ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
আরএ