নাটোরে বিসিকের পাটের গোডাউনে অগ্নিকাণ্ড। ছবি: বাংলানিউজ
নাটোর: নাটোরের দত্তপাড়া এলাকায় বিসিক শিল্প নগরীতে বেসরকারি একটি জুট মিলের পাটের গোডাউনে অগ্নিকাণ্ডে প্রায় তিন হাজার মণ পাট পুড়ে গেছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে বিসিক শিল্প নগরীর ভেতরে নাটোর জুট মিলের পাটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে জানান, সকালে বিসিক শিল্প নগরের নাটোর জুট মিলের একটি গোডাউন থেকে ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিককে খবর দেয়।
পরে ঘটনাস্থলে নাটোর এবং বনপাড়া ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
নাটোর জুট মিলের মালিক শ্যাম সুন্দর আগরওয়ালা বাংলানিউজকে জানান, গোডাউনটিতে প্রায় তিন হাজার মণ পাট ছিল। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
কেএসডি/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।