সোমবার (৭ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর এলাকা সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ইয়াছিন স্থানীয় রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিলো।
এর আগে শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে বাল্কহেডর ধাক্কায় ডুবে গিয়ে নিখোঁজ হয় স্কুলছাত্র ইয়াছিন। পরিবারের লোকজন জানায়, শনিবার বেলা ১২টায় নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতরে একটি চলমান বাল্কহেডে উঠতে গিয়ে ইয়াছিন ডুবে যায়।
ইয়াছিনের ভাই মো জীবন অভিযোগ করে বলেন, ইয়াছিন শনিবার দুপুর ১২টায় নিখোঁজ হলেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল পরদিন বিকেল ৪টায় ঘটনাস্থলে আসে। এরপর তারা ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ায় উদ্ধার কাজ চালাবেন না জানিয়ে চলে যায়।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
ওএইচ/