শনিবার (১২ অক্টোবর) বিকেলে নগরের সোবহানীঘাট হোটেল ইষ্টার্ন গেইটের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নগর উপশহরের মো. কবির আহমেদ (৩৮) ও লন্ডনি রোডের বাসিন্দা মণীন্দ্র সরকার জনিক (২৭)।
অভিযানে নেতৃত্বদানকারী র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামানের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা একটি প্রাইভেট কারে যাওয়ার সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের কাছ থেকে ১৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে রাতেই জব্দ ইয়াবা ও প্রাইভেট কারসহ মাদক মামলায় তাদের এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
র্যাব কর্মকর্তা মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ও গাড়ি থেকে ইয়াবার বিশাল এ চালানটি জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়, এসব ইয়াবা ভারত থেকে জকিগঞ্জ সীমান্ত হয়ে তাদের হাতে এসে পৌঁছায়। এই চক্রে অন্তত ১৬ জন রয়েছেন। উদ্ধার হওয়া এসব ইয়াবার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এনইউ/এইচজে