শনিবার (১২ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের খিলপাড়া নতুন জেলখানা মোড় অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এতে সড়কে আটকা পড়েছে বাসসহ শত শত যানবাহন।
পরিবহন শ্রমিকরা বাংলানিউজকে জানান, জেলখানার এক কর্মকর্তার (বাসের যাত্রী) সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরে জেলখানার ওই কর্মকর্তা মোবাইল ফোনে জেলখানার রক্ষীদের জানালে তারা রাত ১২টার দিকে বাস আটকিয়ে বাসের সুপারভাইজারকে কারাগারের দেয়ালের ভিতরে নিয়ে মারপিট করে। এনিয়ে শ্রমিকরা বিষয়টি জেনে সড়ক অবরোধ করে। এরিপোর্ট লেখা পর্যন্ত সড়কে অবরোধ চলছে।
বাংলাদেশ সময়: ০৩৫৭, অক্টোবর ১৩, ২০১৯
এমএমইউ