শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সোনাপুর গ্রাম থেক এসব ফেনসিডিল উদ্ধার করে চম্পকনগর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় টহলকালে সোনাপুর গ্রামে যায় চম্পকনগর সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি দল।
ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান এ ঘটনার ব্যাপারে নিশ্চিত করেন। ফেনসিডিলগুলো জেলার মাদকদ্রব্য কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসএইচডি