শনিবার সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া এলাকার পদ্মা নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর জানান, সন্ধ্যার দিকে পদ্মায় গায়ে গেঞ্জি ও পরনে হাফপ্যান্ট পরিহিত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির এক লাশ ভাসতে দেখে দৌলতপুর থানাপুলিশকে খবর দেন স্থানীয়রা।
পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠান। বন্যার পানিতে লাশটি ভারত থেকে ভেসে আসতে পারে বলে চেয়ারম্যান ও এলাকাবাসীর ধারণা।
বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এইচএমএস/এইচজে