ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

শেহাবির তিন বিভাগের ১২০ আসনে অংশ নিচ্ছে ৪০৬৮ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
শেহাবির তিন বিভাগের ১২০ আসনে অংশ নিচ্ছে ৪০৬৮ শিক্ষার্থী

নেত্রকোনা: নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে (শেহাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১২০টি আসনে ৪ হাজার ৬৮ জন শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছেন।

রোববার (১৩ অক্টোবর) থেকে সোম-মঙ্গলবার শহরের সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজে তিনদিন চলবে এই ভর্তি পরীক্ষা।

কলা, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান অনুষদ বা তিনটি বিভাগে ১২০টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

এর মধ্যে কলা অনুষদে রোববার দুপুর আড়াইটা থেকে চারটা, সামাজিক বিজ্ঞানে সোমবার আড়াইটা থেকে বিকেল চারটা ও বিজ্ঞানে মঙ্গলবার আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত পরীক্ষা চলবে।

রোববার প্রথমদিনে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা হলেও দ্বিতীয়-তৃতীয় দিন শুধু নেত্রকোনা মহিলা কলেজে পরীক্ষা হবে।  

বিভিন্ন স্থান থেকে পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সহযোগিতায় নেত্রকোনাবাসী ও জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছেন। এ জন্য মোক্তারপাড়া মাঠে একটি হেল্পডেক্সও খোলা হয়েছে। সেখান থেকে পরীক্ষার্থীরা বিভিন্ন তথ্য জানা ও থাকা-খাওয়াসহ বিভিন্ন সুবিধা নিতে পারবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী নিজেই (২০১৮ সালের ১১ অক্টোবর) ভিডিও কনফারেন্সের স্থাপন করেন। শহরের রাজুরবাজার এলাকায় ৫০০ একর জমিতে গড়ে উঠছে জেলার প্রথম এই বিশ্ববিদ্যালয়। বর্তমান সময়ে ভবন নির্মাণ কাজ শেষ না হওয়ায় রাজুরবাজারের টিটিসি ভবনে চলছে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস।

বাংলাদেশ সময়: ০৬২৪, অক্টোবর ১৩, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।