দিনটি উপলক্ষে রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা জিলা স্কুল মাঠে সচেতনতামূলক ভূমিকম্প অগ্নিকাণ্ডে করণীয় বিশেষ মহড়া হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে বরগুনার দক্ষিণ লতাবাড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ভোকেশনাল স্কুল বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরগুনা-০১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এনটি