রোববার (১৩ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চরকাদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুমি একই গ্রামের জরিপ হোসেনের মেয়ে।
ধারাবারিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মতিন বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল সুমি ও তাছিন দুইটি শিশু। খেলার করার সময় তারা দু’জনই পানিতে পড়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুর থেকে ভাসমান অবস্থায় সুমির মরদেহ উদ্ধার করে স্বজনরা। একইসঙ্গে তাছিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। তাছিন একই গ্রামের আলীর মেয়ে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসআরএস