রোববার (১৩ অক্টোবর) সকালে ঝালকাঠির ভীমরুলি গ্রামের পেয়ারা বাগান এবং ভাসমান হাট-বাজার পরির্শন শেষে সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে অনভূতি প্রকাশকালে একথা বলেন ভারতের হাইকমিশনার।
সকাল ৮টায় তিনি বরিশাল থেকে ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রাম পরিদর্শনে আসেন।
সেখানে জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
রীভা গাঙ্গুলি প্রথমে ভীমরুলি গ্রামের সার্বজনীন মন্দির ঘুরে দেখেন। এরপর নৌকায় চড়ে ভীমরুলি খালের দুই কিলোমিটার এলাকা, আশপাশের পেয়ারা বাগান আর ভাসমান হাট-বাজার ঘুরে দেখেন। পেয়ারা অঞ্চল পরিদর্শন শেষে সকাল ১০টায় ঝালকাঠি সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন।
তিনদিনের সফরে বরিশালে অবস্থান করছেন রীভা গাঙ্গুলি দাশ। রোববার তার এ সফরের শেষ দিন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এমএস/এএ