ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

আতিথেয়তায় বাংলাদেশিরাই সেরা: ভারতীয় হাইকমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
আতিথেয়তায় বাংলাদেশিরাই সেরা: ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ

ঝালকাঠি: আতিথেয়তায় বাংলাদেশিরাই সেরা এবং পারিবাকির পরিবেশে তাদের অভ্যর্থনায় সব সময় অভিভূত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

রোববার (১৩ অক্টোবর) সকালে ঝালকাঠির ভীমরুলি গ্রামের পেয়ারা বাগান এবং ভাসমান হাট-বাজার পরির্শন শেষে সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে অনভূতি প্রকাশকালে একথা বলেন ভারতের হাইকমিশনার।

সকাল ৮টায় তিনি বরিশাল থেকে ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রাম পরিদর্শনে আসেন।

সেখানে জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।  

রীভা গাঙ্গুলি প্রথমে ভীমরুলি গ্রামের সার্বজনীন মন্দির ঘুরে দেখেন। এরপর নৌকায় চড়ে ভীমরুলি খালের দুই কিলোমিটার এলাকা, আশপাশের পেয়ারা বাগান আর ভাসমান হাট-বাজার ঘুরে দেখেন। পেয়ারা অঞ্চল পরিদর্শন শেষে সকাল ১০টায় ঝালকাঠি সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন।

তিনদিনের সফরে বরিশালে অবস্থান করছেন রীভা গাঙ্গুলি দাশ। রোববার তার এ সফরের শেষ দিন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।