রোববার (১৩ অক্টোবর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়াকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। রহিমা খাতুন টেকনাফ জাদিমুরা শালবাগান ২৬ নম্বর শরণার্থী শিবিরের মৃত হোছনের স্ত্রী।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বাংলানিউজকে জানান, হ্নীলার জালিয়াকাটা এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান ইউনিয়নের আলীখালী গ্রামে পাচার হতে পারে এমন তথ্যে ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ জন্য কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলার জালিয়াকাটা মাদ্রাসা সংলগ্ন এলাকায় সড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিজিবি সদস্যরা। এসময় রহিমা খাতুন হেঁটে চেকপোস্ট পার হওয়ার সময় বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাকে তল্লাশি করে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
আটক রোহিঙ্গা নারীকে টেকনাফ থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও বিজিবির এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসবি/ওএইচ/