রোববার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার সহ-সভাপতি পলাশ চন্দ্র বর্মনের পরিচালনায় মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন।
সমাবেশে বক্তব্য রাখেন- বাসদের জেলা সদস্য মাসুদ পারভেজ, দিলরুবা নূরি, ছাত্র ফ্রন্টের জেলা সাংগঠনিক সম্পাদক মুক্তা আক্তার মীম, জেলা অর্থ সম্পাদক নিয়তি সরকার নিতু, জেলা স্কুল বিষয়ক সম্পাদক রিতু খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, ৬ অক্টোবর রাতে বুয়েটে আবরারকে তার হলের রুম থেকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ তারা চিহ্নিত। এদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
কেইউএ/এবি/এইচএডি