ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনা-মোংলা মহাসড়কে দিনেদুপুরে গুলি করে ছিনতাইচেষ্টা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
খুলনা-মোংলা মহাসড়কে দিনেদুপুরে গুলি করে ছিনতাইচেষ্টা ছবি: প্রতীকী

খুলনা: খুলনা-মোংলা মহাসড়কে দিনেদুপুরে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন দুইজন।

রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের শুকদাড়া-শ্যামবাগাত নামকস্থানে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুইজন হলেন- ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের নেয়ামত শেখ (৩৮) এবং সদর উপজেলার রণজিৎপুর গ্রামের বিদ্যুৎ দাস ওরফে রাঁধা।

তাদের খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বাংলানিউজকে বলেন, বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারের রিয়া স্টোরের দুই কর্মচারী নেয়ামত শেখ ও বিদ্যুৎ দাস ১৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে কাটাখালীর সাউথবাংলা ব্যাংকে রওনা হন। কিছু দূর যাওয়ার পর একটি মোটরসাইকেল তাদের অনুসরণ করে। এটা বুঝতে পেরে তারা দ্রুত মোটরসাইকেল চালাতে থাকেন। এ সময় ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজনের শরীরে দুটি ও অপরজনের একটি গুলি লাগে। তবে তারা টাকা নিতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এমআরএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।