রোববার (১৩ অক্টোবর) দুপুরে জেলা সদর উপজেলার ভুষিভিটা গ্রামে আনুষ্ঠানিকভাবে গৃহহীন আসমা বেগম ও তার বড় বোনের হাতে চাবি তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন।
এসময় নতুন ঘরের চাবি পেয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পিরষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা শবনমসহ প্রশাসনের কর্মকর্তারা।
জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলায় ৩১ জন গৃহহীনদের মধ্যে নির্মাণ করা নতুন ঘরে চাবি পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসআরএস