রোববার (১৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে সরকারের আমন সংগ্রহ বিষয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, রাজশাহী ও সব জেলা খাদ্য নিয়ন্ত্রক, রাজশাহী বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, গত অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ছয় লাখ টন।
এবছর দেশে আমনের বাম্পার ফলন হয়েছে। আগামী ৩১ অক্টোবর এ বছর কোন বিভাগ এবং জেলা থেকে কী পরিমাণ আমন সংগ্রহ করা হবে সে বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মতবিনিময় সভায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, রাজশাহী ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসএস/এএ