রোববার (১৩ অক্টোবর) দুপুরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৬৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার অভিযান শুরু করেছে।
তিনি আরও বলেন, দেশে দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। সরকার অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়ে এ অভিযান চালাচ্ছে। এতো সাহসী পদক্ষেপ নিতে পেরেছেন বলে শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছেন।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রকিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান, আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাজওয়ার আকরাম সাকাপি, সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এনটি