রোববার (১৩ অক্টোবর) দুপুরে কক্সবাজারের ইনানী সেনাবাহিনীর অ্যাডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারির নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জে টেস্ট ফায়ারিং অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের ধারাবাহিকতায় সংযোজিত অরলিকন রাডার কন্ট্রোল্ড গানের টেস্ট ফায়ারিং দেখেন এবং এ সময় তিনি নতুন সংযোজিত অস্ত্রের নৈপুণ্য ও কার্যকারিতায় সন্তোষ প্রকাশ করেন।
সেনাপ্রধান বলেন, বর্তমানে সেনাবাহিনীর উন্নয়নে অনেক কিছুই করা হয়েছে। ভবিষ্যতে আরও আধুনিকায়ন হবে। এরই ধারাবাহিকতায় আজকের এই অরলিকন রাডার কন্ট্রোল্ড গান সংযোজিত হয়েছে। এটি এই মুহূর্তে বিশ্বের অত্যন্ত আধুনিক এয়ার ডিফেন্স গান সিস্টেম। আজ আমরা এটির পারফরমেন্স দেখলাম। ভবিষ্যতে এ ধরনের গান আরও সংযোজন হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান আরও বলেন, রোহিঙ্গা শিবিরে কাঁটাতারের বেড়া তৈরির দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। সেনাবাহিনী এ কাজ বাস্তবায়নের জন্য পরিকল্পনা করছে। খুব শিগগিরই এ কাজ শুরু করা হবে। তবে কবে নাগাদ এর কাজ শুরু হবে তা নির্দিষ্ট করে এখনো বলা যাচ্ছে না। এমনও হতে পারে আগামী মাস থেকে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হবে।
এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মো.কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসবি/এফএম/এএটি