রোববার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে রো রো ও ডাম্প ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বাংলানিউজকে জানান, নাব্যতা সংকটের কারণে ১৬টি ফেরির মধ্যে তিন ছোট ফেরি কুমিল্লা, কাকলী ও ফরিদপুর চলাচল করছে।
শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আটকে আছে। এসব যানবাহনের মধ্যে অল্পকিছু যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার ছাড়া সবই পণ্যবাহী ট্রাক বলেও জানান ওই কর্মকর্তা।
শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহমেদ বাংলানিউজকে জানান, বড় ফেরি বন্ধের কারণে ভারী গাড়িগুলো ফেরিতে উঠতে পারছে না। ফলে ঘাটে গাড়ির দীর্ঘ লাইন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসআরএস