রোববার (১৩ অক্টোবর) রাজধানীর আশুলিয়ায় কলাভর্তি একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব সদস্যরা। এ সময় আন্তঃজেলা মাদক চোরাকারবারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
আটকরা হলেন- হারুন অর রশিদ ওরফে হানিফ উদ্দিন (৪০) ও মোতালেব হোসেন (৩৫)। তাদের কাছ থেকে ৫৮৫ বোতল ফেনসিডিলসহ একটি পিকআপটি জব্দ করা হয়।
র্যাব-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিপিসি-২) সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন বাংলানিউজকে জানান, আটক হারুন চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেনসিডিলের চালান এনে ঢাকার মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে তিনি বিভিন্ন সময়ে বাস/পিকআপে মৌসুমী ফলের আড়ালে ফেনসিডিল নিয়ে আসতেন। তিনি এর আগে অন্তত ১০-১২টি মাদকের চালান ঢাকায় সরবরাহ করেছেন।
আটক মোতালেব মূলত হারুনের সহযোগী হিসেবে কাজ করতেন। তিনি প্রায় ১০ বছর ধরে পিকআপ চালানোর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও আশাপাশের জেলা থেকে মাদক পরিবহন করতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
পিএম/এনটি