রোববার (১৩ অক্টোবর) সার্বিয়ার রাজধানী বেলগেডে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভোসিস। এর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সার্বিয়া পার্লামেন্টের স্পিকার ও আইপিইউ প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলা চুয়েভাস ব্যারনও এবং ১৪১তম আইপিইউ সম্মেলনের প্রেসিডেন্ট মিজ মাজা গজকোভিচ।
সোমবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন স্পিকার। অ্যাসেম্বলির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, মো. হাবিবে মিল্লাত, ফাহমী গোলন্দাজ বাবেল, আবদুস সালাম মুর্শেদী, পীর ফজলুর রহমান, সুবর্ণা মুস্তাফা, শবনম জাহান, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।
সম্মেলনে ১৪০টি দেশের ৮০ জন স্পিকার, ৬০ জন ডেপুটি স্পিকারসহ মোট দেড় হাজারেরও অধিক প্রতিনিধি সংসদীয় গণতন্ত্রের অন্যতম বৃহত্তম এ অ্যাসেম্বলিতে অংশ নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এসকে/এসএ