সোমবার ( ১৪ অক্টোবর) রাত ১০টায় বগুড়া সদর উপজেলার চেলোপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়া করতোয়া নদীতে চেলোপাড়া ব্রিজের নিচ দিয়ে টাকা ভেসে যাচ্ছে এমন গুজবে সেখানে ভিড় জমায় মানুষ।
চেলোপাড়ার বাসিন্দা কাইলা নামে এক যুবকের হাতে কিছু টাকা দেখা গেছে। তার সঙ্গে কথা বললে তিনি বাংলানিউজকে বলেন, ব্রিজের নীচ দিয়ে টাকা ভেসে যেতে দেখে পানিতে নেমে কিছু টাকা উদ্ধার করেছি। যার পরিমাণ প্রায় ৫০০-৬০০ টাকা। কাইলার হাতে ১০ টাকা ও ১০০ টাকার কিছু নোট দেখা গেছে।
স্থানীয় বাবলু মিয়ার সঙ্গে কথা বললে তিনি বলেন, চেলোপাড়া এলাকায় প্রায় ২০০ ব্যক্তি পকেটমারের সঙ্গে জড়িত। রাতে নদীর ধারে জুয়া খেলা নিয়ে নিজেদের মধ্যে কোনো ঝামেলা হয়ে থাকতে পারে। সেই ঘটনাকে কেন্দ্র করে টাকাগুলো কেউ পানিতে ফেলে দিতে পারে। আর এ ঘাটনায় টাকা ভেসে যাচ্ছে এমন গুজব ছড়িয়ে পড়েছে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আর কে বি রেজার সঙ্গে কথা বললে তিনি বাংলানিউজকে জানান, এমন ঘটনা ঘটেছে কিন্তু টাকার পরিমাণ অনেক কম। চেলোপাড়া বিজ্রের উত্তরে খুব কাছেই রেল ব্রিজ রয়েছে। সেখান দিয়ে যাওয়ার পথে কারো কাছ থেকে টাকাগুলো নদীতে পড়ে যেতে পারে।
বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
আরএ