সোমবার (১৪ অক্টোবর) রাতে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন ৮ জেলের জেল জরিমানা করেন।
এদের মধ্যে ৫ জনের একমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৩ জনের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
রামগতি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মোমিন মৎস্য বিভাগ ও নৌ পুলিশ নিয়ে মেঘনা নদীর টাংকির ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৬টি মাছ ধরার নৌকা, প্রায় ৫ হাজার মিটার জাল, ৬০ কেজি ডিমওয়ালা ইলিশ জব্দ করা হয়।
জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়, নৌকা পুলিশ হেফাজতে রাখা হয়।
বাংলাদেশ সময়: ০৬৫২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
আরএ