সোমবার (১৪ অক্টোবর) রাত ৮টায় পরিবারের লোকজন আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মিক্রা এলাকার কিনাই মিয়ার মেয়ে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বাংলানিউজকে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। যেহেতু ঘটনাস্থল ইটনায় তাই এ ব্যাপারে ইটনা থানা পুলিশ তদন্ত করবে বলেও জানান তিনি।
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ফরহাদ আহমেদ অনিক বাংলানিউজকে বলেন, মেয়েটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে প্রথমে হাসপাতালে জানানো হয় সে হৃদরোগে আক্রান্ত হয়েছে। তবে পুলিশ আসার পর তারা বলেছে কেয়া আত্মহত্যা করেছে।
বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
আরএ