সোমবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেনের বাড়ি দাগনভূঞাঁ উপজেলার মোমারিজপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি অটোরিকশা ফেনীর মহিপাল থেকে যাত্রী নিয়ে দাগনভূঞাঁর দিকে যাচ্ছিলো। পথে তেমুহনী এলাকায় নোয়াখালীর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
গুরুতর আহত হয় নোয়াখালীর চর এলাহী এলাকার নুর নবীর ছেলে মো. সুমন, অটোরিকশাচালক মো. মহসিন ও দাগনভূঞাঁ উপজেলার উদরাজপুর এলাকার নাসির উদ্দিন। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত যুবকের মরদেহ ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ফেনী আধুনিক সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. শহিদুল্লাহ জানান, দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এসএইচডি/আরএ